শিয়রে পুর ভোট, আসানসোল জুড়ে দেওয়াল দখল শুরু

0
29

সুদীপ পাল, বর্ধমানঃ

২০১৯ সালে লোকসভা ভোট হয়েছে। আসানসোল জুড়ে দেওয়ালে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের নাম কোথাও মুছে গেছে কোথাও রয়েছে। একইভাবে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় নাম কোথাও জ্বলজ্বল করছে কোন দেওয়ালে মুছে গেছে। সেই সব ঘুরে দেখার পর তুলি এবং রং নিয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন আসানসোল তৃণমূল কংগ্রেস কর্মীরা।

wall writing | newsfront.co
প্রতীকী চিত্র

পুরনিগম ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। কিন্তু আসলে আসনসোল জুড়ে দেওয়াল দখলের কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। অনুমান ২০২০ সালে সেপ্টেম্বর-অক্টোবরে ভোট হলেও হতে পারে। যদিও বিরোধীরা দাবি করছে ২০২১ এর আগে সম্ভবত ভোট হবে না।

আরও পড়ুনঃ থানা ঘেরাও কর্মসূচির পরেই নারায়ণগড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

তবে দেওয়ালে ইতিমধ্যেই লেখা শুরু হয়েছে সাইট ফর টিএমসি। তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায় বলেন, দেওয়াল লিখন এর মাধ্যমে সাংগঠনিক সক্রিয়তা বোঝা যায়। কোথাও কোথাও দলীয় প্রতীক চিহ্ন আঁকার কাজও করছে তৃণমূল কর্মীরা।

যদিও বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে,, লোকসভায় তাঁদের প্রার্থীর নাম যেসব দেওয়ালগুলিতে ছিল সেগুলিও তৃণমূল কংগ্রেস দখল করে নিচ্ছে। প্রচারের নামে দাদাগিরি করছে বলে অভিযোগ বিজেপির। যদিও তা মানতে নারাজ শাসকদল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here