নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার বান্দিপুর গ্রামে লক্ষীকান্ত রায় নামে এক তৃণমূল কর্মীর চায়ের দোকানে আগুন লাগিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুড়িয়ে দেয় বলে অভিযোগ। সোমবার সকালে লক্ষীকান্ত রায় তার দোকানে এসে দেখে গোটা দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন বিজেপি কিছুদিন ধরে দোকান তুলে দেওয়ার হুমকি দিচ্ছিল। সেই সঙ্গে বিজেপি না করলে তার দোকান একেবারেই বন্ধ হয়ে যাবে বলে তাকে হুমকি দেওয়া হয়েছিল। তিনি বিজেপির হুমকির কাছে মাথা নত করেননি। তিনি বলেন, “আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী।
আরও পড়ুনঃ রামনগরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। তাই আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত তৃণমূল ছাড়া অন্য কোন দলে যাব না।” বারবার তৃণমূল ছাড়তে বিজেপি কর্মীরা তাকে বলেছিল। কিন্তু সে তৃণমূল না ছাড়ায় তারা রাতের অন্ধকারে তার দোকান পুড়িয়ে দিয়েছে বলে লক্ষ্মীকান্ত রায় বিজেপির বিরুদ্ধে চন্দ্রকোনা টাউন থানায় অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়কে
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কর্মীর আনা অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ পাওয়ার পর সোমবার ঘটনা স্থলে গিয়ে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584