নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকায়।
আরও পড়ুনঃ সৎ বাবার বিকৃত যৌন লালসায় অন্তঃসত্ত্বা কিশোরী
ওই এলাকার এক বিজেপি সমর্থকের মেয়েকে কুপ্রস্তাব দেয় এলাকার এক তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ, বোমাবাজি। এতে আহত হয়েছে দু-পক্ষের আটজন সমর্থক বলে জানা গিয়েছে। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এক বিজেপি সমর্থকের মেয়েকে কুপ্রস্তাব দেয় এক তৃণমূল সমর্থক। এই খবর জানাজানি হতেই বিজেপি কর্মী সমর্থকরা চড়াও হয় তৃণমূল সমর্থকের বাড়ি। খবর পেয়ে সেখানে চলে আসে ওই এলাকায় তৃণমূল কর্মীরাও। শুরু হয়ে যায় সংঘর্ষ।
আরও পড়ুনঃ শ্বাসকষ্টের চিকিৎসা করাতে এসে হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত, ধুন্ধুমার আরজিকরে
লাঠি-দা-কুড়ুল নিয়েও চলে মারামারি। বিজেপির অভিযোগ, শাসকদলের কর্মীরা ব্যাপক বোমাবাজি করেছে এলাকায়। এলাকা থেকে দুটি বোমাও উদ্ধার করেছে পুলিশ। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনায় দু-পক্ষের ৮ জন আহত হয়েছে। তাদের বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যা অপর্ণা মণ্ডলের অভিযোগ, তৃণমূল এই এলাকায় কার্যত সন্ত্রাস চালাচ্ছে। প্রায়শই বিজেপি কর্মীদের মারধর করা হয়।
মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহারও নতুন কিছুই নয়। অপরদিকে বনগাঁ-দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাসের দাবি, তৃণমূল কর্মীরাই আক্রান্ত হয়েছেন।
এলাকায় কোনও বোমাবাজি হয়নি। ঘটনার পর থেকে ওই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এলাকা এখনও থমথমে। পুলিশ এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584