তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল ময়ূরেশ্বর

0
66

পিয়ালী দাস,বীরভূমঃ
তৃণমূল বিজেপি সংঘর্ষে তেতে উঠল ময়ূরেশ্বর। জিকড্ডা গ্রামে দু’দলের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।১০০ দিনের কাজ নিয়ে ময়ূরেশ্বরের ১ নম্বর ব্লকে অশান্তির সূত্রপাত বলে জানা গেছে।

এলাকায় পুলিশি টহল। নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনে জিকড্ডা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও এখানকার রাওতরা সংসদটি দখল করে নেয় বিজেপি।তৃণমূলের অভিযোগ,আজ সকালে যখন তাদের সমর্থকরা ওই এলাকায় ১০০ দিনের কাজ করতে যান তখন বিজেপি কর্মীরা তাদের বাধা দেয়। বিজেপির পাল্টা দাবি,যেহেতু ওই এলাকাটি তাদের দখলে, তাই সেখানে পুকুর কাটার কাজ করতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা।এই নিয়ে শুরু হয় সংঘর্ষ।দু’দলের সমর্থকরা বাঁশ, লাঠি নিয়ে একে অপরের উপর চড়াও হয়।তৃণমূলের দাবি, ঘটনায় তাদের প্রায় ১০ জন সমর্থক আহত হয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি,তাদেরও প্রায় ১০ জন আহত হয়েছেন।হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং এই হাতাহাতির ফলে দুই পক্ষেরই বেশ কিছু সমর্থক আহত হয়েছেন।মোট দশজনকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।টহল চলছে গোটা গ্রাম জুড়ে।তৃণমূলের ঝিকড্ডা পঞ্চায়েতের প্রধান রথীন সরকার বলেন, “বিজেপি উন্নয়নে বাধা দিচ্ছে।আজ আমাদের দলের কর্মীরা পুকুর কাটতে গেলে তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।আমাদের প্রায় ১০ জন কর্মী আহত হয়েছে।” ঝিকড্ডা পঞ্চায়েতের বিজেপির সদস্য ভবতারণ বাগদির পাল্টা দাবি, “বিরোধী দল করি বলে তৃণমূল আমাদের কাজ করতে দিচ্ছে না। আজ পুকুর কাটতে গিয়ে আমাদের কর্মীরা আক্রান্ত হন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here