দেওয়াল তর্জায় তপ্ত বালুরঘাট

0
104

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

poster | newsfront.co
নিজস্ব চিত্র

ভোটের দিন ঘোষণা হয়নি এখনো, ভোটে এখনও বাকি দু মাস কি তিন মাস। তাতে কি! দেওয়াল দখল করে প্রচার সারতে ব্যস্ত সব রাজনৈতিক দল। আর সেই বিজেপির দেওয়াল লিখন কে কালি দিয়ে লেপে দেওয়াকে ঘিরে উত্তাপ ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ।

voting poster | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগের তির তৃণমূলের দিকে, যদিও শাসক দলের পক্ষ থেকে বিজেপির যুব মোর্চার তরফে তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে সাংষ্কৃতিক শহরে অপসংষ্কৃতি আমদানীর পাশাপাশি বাক্ স্বাধীনতা হরণ করবার অভিযোগ আনা হয়েছে।

wall writing | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সাত সকালে বালুরঘাট শহরের সাত নম্বর ও এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেখতে পায় গত রবিবার তাদের এলাকার বিভিন্ন বাড়ি ও সীমানার প্রাচীরের দেওয়াল গুলোতে বিজেপি দলের তরফে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বাংলা ছাড়া করবার যে দেওয়াল লিখন গুলো করা হয়েছিল। রাতের অন্ধকারে কে বা কারা সেই সব লিখনের মধ্যে “তৃণমূল” লেখাটিকে অক্ষত রেখে কালি দিয়ে “বাংলা ছাড়ো” লেখা সহ বাদবাকি লেখা কেটে দিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সাত সকালে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ছুটে আসে জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত সহ অন্যান্য নেতা ও কর্মীরা। ছুটে আসে পুলিশও।

ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই দেওয়াল তর্জায় মেতেছে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দল। সারাদিন এপাড়া থেকে সেপারা ঘুরে বেড়াচ্ছেন দলের কর্মীরা। দেওয়াল ফাঁকা পেলেই লাগানো হচ্ছে দলের সমর্থনে দেওয়াল দখলের সংকেত। কোথাও লেখা আছে বিজেপি ২০২১-২২, তো কোথাও বা তৃণমূল ২০২১-২২। আর এই দেওয়াল লিখন কে ঘিরেই বালুরঘাটে আগাম ভোটের উত্তাপ ছড়ালো।

আরও পড়ুনঃ পথের দাবিতে অবরোধ ধূপগুড়িতে

বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্তর অভিযোগ,”রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।” তার আরও অভিযোগ এই শহর সংষ্কৃতির শহর এখানে তৃণমূল অপসংষ্কৃতির আমদানি করছে। বাক স্বাধীনতা সবার আছে। সেখানে এভাবে শাসক দল তাদের এবারের ভোটে আটকে রাখতে কখনই পারবে না। মানুষ তাদের এবার ভোটের বাক্সে জবাব দেবে।

আরও পড়ুনঃ নাড্ডার জনসভায় বেসরকারি বাস, দুর্ভোগ নিত্যযাত্রীদের

অপরদিকে জেলা যুব তৃণমূলের সাধারন সম্পাদক মহেশ পারাখ তাদের দলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন তৃণমূল এসব করেনা। তাদের নেত্রী উন্নয়নের কথা বলে তাই তৃণমূলকে মানুষ ফের ক্ষমতায় আনবে।

তার আরও অভিযোগ বিজেপি দলটি না মানুষের মনে জায়গা করে নিতে পারছে না কোন উন্নয়নের কথা বলছে। এগুলো বিজেপির গোষ্টীদ্বন্দের জের। তাই বিজেপি মিডিয়াতে এসব মিথ্যে অভিযোগ করে ভোটের আগে ফয়দা লোটার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।এখন দেখার ভোট এগিয়ে আসতে আসতে আরও কতকি জেলাবাসীর দেখার রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here