করোনা নিয়ে তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ চরমে

0
46

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতি নিয়ে এবার তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ চরমে উঠল। শুক্রবার তৃণমূলকে তুলোধোনা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিলীপকে জবাব দিতেও ছাড়েনি তৃণমূল। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি।

ajit maite | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার খড়্গপুরের বিধায়ককে নিশানা করে দিলীপবাবু জানান,’খড়্গপুরটাকে করোনা হাব বানিয়েছে তৃণমূল। সেখানকার বিধায়ক দিনের পর দিন নিয়ম না মেনে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। তার সাথে সেখানকার ওসি, আইসি, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা শাসক, নেতারা চামচাগিরি করেছেন। প্রশাসন ঠিক করে চলছেনা।’

শুক্রবার মেদিনীপুরের কেরানীতলাতে স্থানীয় বাসিন্দাদের করোনা প্রতিরোধী হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবাম বিলি করতে এসেছিলেন দিলীপবাবু। সেখানেই তৃণমূলকে কাঠগড়ায় তোলেন তিনি। সঙ্গে সঙ্গে এর জবার দিয়ে দেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, ‘ওই ভদ্রলোকের মাথার সুস্থ্যতা সমন্ধে রীতিমতো সন্দেহ রয়েছে ৷

আরও পড়ুনঃ বাম – বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আলিপুরদুয়ারে

মুখ খুললেই ভুল কথা ও লোকের খুত দেখে বেড়ায় ৷পুলিশী নিরাপত্তায় থেকে পুলিশকে গালি দেন। পুলিশ সরলেই ওর লোকেরাই ওর ওপরে হাত তুলবে। এতোদিন করোনা পরিস্থিতিতে মানুষের কাছে আসেন নি। এখন পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছেন।

পাগলের প্রলাপ বলছেন। টিএমসি ওদের মতো নয়, করোনার ভয়ে কলকাতার অফিসে বসে থাকবে না। ৷টিএমসি মানুষের সেবা করেছে ৷ মানুষকে সাহস দিতে প্রতি পাড়ায় গিয়েছে ৷ করোনা টিএমসি ছড়ায় নি ৷ ছড়িয়েছে কেন্দ্র সরকারের ভুল পদক্ষেপ। সেটাকেই চাপা দিতে মিথ্যা বলে চলেছেন ওরা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here