নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ফের দলবদলের হিড়িক।রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে শক্তি বাড়াল বিজেপি। সোমবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী ও সমর্থক। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলে কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ায় উত্তর দিনাজপুরে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে নতুন সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক নিমাই কবিরাজ সহ দলের অন্যান্য নেতা।
জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “গরিব মানুষ কাজ পাচ্ছেন না। কর্মসংস্থানের কোন সুযোগ পাচ্ছেন না।
আরও পড়ুনঃ হার্লে ডেভিডসন নিয়ে বাইক সফরে প্রধান বিচারপতি বোবদে, ভাইরাল ছবি
মানুষ রাজ্যের শাসক দলের দুর্নীতি ও ধাপ্পাবাজি নীতি দেখে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন কর্মযজ্ঞ দেখে রায়গঞ্জ শহরের তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেসের বহু কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমাদের কাছে আবেদন করেছিলেন। আজ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক কর্মী সমর্থককে দলে স্বাগত জানিয়ে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়েছে।”
রবিবার বিকালে কালিয়াগঞ্জের ভান্ডার পঞ্চায়েতের টুঙ্গইল বিলপাড়া গ্রামেও বেশ কিছু মানুষ বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584