শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্যের বিভিন্ন জেলায় যখন সব রাজনৈতিক দল গুলোর মধ্যে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি চলছে জোরকদমে, তখন দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির শক্তিবৃদ্ধি শিরে সংক্রান্তি ডেকে এনেছে শাসক দল ও বামেদের।
দিনের পর দিন তৃণমূল ও বাম দল ছেড়ে বিজেপিতে যোগদান কপালে ভাঁজ ফেলেছে তৃণমূল কংগ্রেসের। শুক্রবার ফের তালিকায় নতুন সংযোজন। কারণ এবার তৃণমূল ও সি পি এম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নম্বর জেলা পরিষদের অন্তর্গত জাহাঙ্গীরপুরের দাপরপুরের ২৭ জন তৃণমূল কংগ্রেস ও সিপিএম সর্মথক।
আরও পড়ুনঃ ‘তালিবানি কায়দায় লাশ গায়েব করছে রাজ্য সরকার’-বিস্ফোরক মন্তব্য সাংসদের
এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার আব্দুল মিয়া সহ আরও ২৬ টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। পাশাপাশি বালুরঘাটের সাংসদ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
এই ২৬ টি পরিবার বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি বিজেপি জেলা নেতৃত্বের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584