দলীয় বার্ষিক ক্যালেন্ডার বিতরণ সভা অনুষ্ঠিত হল সালারে

0
77

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

শনিবার সকালে সালার ডাকবাংলো প্রাঙ্গণে দলীয় কর্মীদের মধ্যে ক্যালেন্ডার বিতরণ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম। সালার ডাকবাংলো প্রাঙ্গনে দলীয় কর্মী ও বিভিন্ন পঞ্চায়েত প্রধানের হাতে দলের বার্ষিক ক্যালেন্ডার তুলে দেন হুমায়ুন কবির।

Anarul Islam
নিজস্ব চিত্র

এই উপলক্ষে উপস্থিত ছিলেন সাতটি অঞ্চলের প্রধান ও দলের বিভিন্ন পদাধিকারী। ছোট্ট পরিসরে ও গুটিকয়েক কর্মীদের নিয়ে অনুষ্ঠান করেন। এদিন অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই মহামারী পরিস্থিতিতে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি সহ সাহায্য করার ব্যাপারে কর্মীদের নির্দেশ দেন।

Kabir Hossain
নিজস্ব চিত্র

এছাড়া যেসব করোনা আক্রান্ত রোগী আছে তাদের বাড়িতে রান্না করার খাবার পৌঁছয়ে দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন। দলীয় কর্মীদের করোনা বিধি মেনে চলা এবং সাধারণ জনগণকে মাস্ক ও করোনা সম্পর্কে সচেতন করার ব্যাপারে বিশেষ উদ্যোগী হতে বলেন।

আরও পড়ুনঃ NRC রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তৈরি করা একটি ভুলভুলাইয়াঃ অধীর চৌধুরী

মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব সভাপতি এদিন বলেন, রাজ্য সরকার যেসব নির্দেশ পেয়েছে তা যথাযথ পালন করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন এবং এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যে সবসময় প্রস্তুত থাকতে নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here