NRC রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তৈরি করা একটি ভুলভুলাইয়াঃ অধীর চৌধুরী

0
79

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আজ লালগোলা ব্লক কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হল। বর্তমান সময়ে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আজ করোনা বিধি ও সরকারের সতর্কবার্তা মেনে সামাজিক দূরত্ব মেনে আজ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ দলের বিভিন্ন জেলা নেতৃত্ব।

Adhir Choudhury
অধীর রঞ্জন চৌধুরী। নিজস্ব চিত্র

আজকের এই কর্মীসভা থেকে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, NRC হলো রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তৈরি করা একটি ভুলভুলাইয়া। NRC একটি ধাঁধা। যতদিন বিধানসভা নির্বাচন ছিল ততদিন NRC ছিল, ভোট শেষ NRC-ও শেষ । আবার যখন ২০২৪ সালে লোকসভা নির্বাচন আসবে তখন মোদী ও দিদি মিলে আবার NRC -কে ঘুম থেকে ডেকে তুলবে।

তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন যে, আপনার যদি মূল লক্ষ্য হয় বিজেপির বিরুদ্ধে লড়াই করা, তাহলে গোয়া না গিয়ে উত্তরপ্রদেশ যান। প্রতিদিন উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বরা দল ছেড়ে পালাচ্ছে, তাদের নিজের দলে নিয়ে এসে লড়াই করুন। তিনি আরও বলেন যে, আগামী দিনে আবার এই বাংলায় এই মুর্শিদাবাদে কংগ্রেস তার হারিয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধার করবে।

আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে গৌতম, গুরুপ্রসাদ ও চন্দন, যোগদানে স্বীকৃতি দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আজ মানুষের অধিকার মানুষকে দয়া হিসেবে দিতে চায়। মানুষের অধিকার মানুষকে বুঝতে না দেওয়ার জন্য আজ বর্তমান প্রজন্মকে শিক্ষার আলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সমস্ত কিছুর অধিকার মানুষকে দিয়েছে, অন্য কোনো দল সাধারণ মানুষকে কিছু দিতে পারেনি। তিনি বলেন, যে যে বিষয়ে সরকারের হস্তক্ষেপ করা দরকার সেই বিষয়ে হস্তক্ষেপ করছে হাইকোর্ট, কারণ সরকার অদক্ষ অযোগ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here