নিজস্ব সংবাদাতা, আলিপুরদুয়ারঃ
লকডাউনের জেরে অধিকাংশ ব্লাড ব্যাংকেই এখন রক্তের সংকট দেখা দিয়েছে। সমস্যায় পড়েছে রোগীর পরিবারগুলি। ফলে রক্তের সংকট মেটাতে বুধবার জটেশ্বর ১ নং ও জটেশ্বর ২ নং অঞ্চল তৃণমূল ছাত্র ও যুবর উদ্যোগে জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় ব্লকের শতাধিক কর্মী সমর্থকেরা স্বেচ্ছায় রক্ত দান করেন।
আরও পড়ুনঃ সবংয়ে দশগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের ‘আউটডোর পরিষেবা’-র উদ্বোধন
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলার কো অর্ডিনেটর তথা প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, ফালাকাটার তৃণমূল ব্লক সভাপতি সন্তোষ বর্মণ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, সংখ্যালঘু সেলের আলিপুরদুয়ার জেলা সভাপতি আব্দুল মান্নান,জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল, দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খাড়িয়া প্রমুখ।
এদিন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক দেবজিৎ পাল বলেন, “রক্ত সংকট মেটাতেই সামাজিক দূরত্ব বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।” সংগৃহীত রক্ত ফালাকাটা ব্লাড ব্যাংকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584