নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের মধ্যে রক্ত সংকট মোকাবিলায় এবারে এগিয়ে এল মালদহের তৃণমূল মহিলা কংগ্রেস। বুধবার শহরের কানিমোড়ে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের। সামাজিক দূরত্ব এবং অন্যান্য সচেতনতা অবলম্বন করে শতাধিক মহিলা এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন।
আরও পড়ুনঃ করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানাল পুলিশ
এই বিষয়ে জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চৈতালি সরকার জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। এই লকডাউনে জেলার বিভিন্ন প্রান্তে রক্ত সংকট দেখা দিয়েছে। সেই কারণেই এই উদ্যোগ।’ এদিন সকল লকডাউনের মধ্যে রক্ত সংকট মোকাবিলায় রক্তদাতাদের এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান জেলা মহিলা সভানেত্রী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584