নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার সাহসপুরে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে ও কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।
ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক, উত্তম ত্রিপাঠী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “বিজেপি যতই কুৎসা অপপ্রচার করুক না কেন ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের জন্য শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
যেভাবে বিজেপির নেতা নেত্রীরা গ্রামে গ্রামে গিয়ে কুৎসা অপপ্রচার করছে তৃণমূলের বিরুদ্ধে তার বিরুদ্ধে সকলকে তিনি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ত্রুটি রাখেনি।
আরও পড়ুনঃ জেপি নাড্ডার উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের
কিন্তু কেন্দ্র সরকার রাজ্যকে সাহায্য না করে বিজেপি নেতাদের দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অশালীন আচরণ করে চলেছে। সেই সঙ্গে রাজ্যপালের নাম না করে তার বিরুদ্ধেও তিনি তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “রাজ্যপালের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা। তা না করে তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। যা বাংলার মানুষের কাছে দুর্ভাগ্যজনক।”
আরও পড়ুনঃ শিলিগুড়িতে দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব
তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসার পর খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ হয়েছে বলে দাবি তার। যে পশ্চিম মেদিনীপুর জেলায় মাটি খুঁড়লে হাড় কঙ্কাল উদ্ধার হত সেই পশ্চিম মেদিনীপুর জেলায় ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত একটাও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি, তা সত্ত্বেও বিজেপি প্রতিদিন এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলছে বলে জানান তৃণমূল নেতৃত্ব।
অজিত বাবু বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না, সেই আগুনে পুড়ে নিজেরাই মরবেন। সেই সঙ্গে অজিত মাইতি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলার বুকে কৃষি বিল চালু হবে না।
এই কৃষি বিল কৃষকদের ক্ষতি করবে। তাই সমস্ত কৃষককে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে এই সমাবেশে শামিল হয়েছেন বলে মত নেতৃত্বের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584