তৃণমূলের বিরুদ্ধে মন্তেশ্বরে বিজেপি প্রার্থীর উপর আক্রমনের অভিযোগ

0
94

নিজস্ব সংবাদদাতা,মন্তেশ্বরঃসোমবার রাতে মন্তেশ্বর থানার অন্তর্গত মধ্যমগ্রামে বিজেপি প্রার্থীর দোকানে হামলা লুটপাট ও মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের লোকজনদের বিরুদ্ধে। দোকানে হামলা ও মারধর করার ঘটনা মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা মনোজ কুমার পাল।

জানা গিয়েছে যে মন্তেশ্বর ব্লকের ১৮৮ নম্বর বুথে
৩৫ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী হয়েছেন মনোজ কুমার পালের স্ত্রী সোনালী পাল।
গত কয়েকদিন ধরে পঞ্চায়েত সমিতির আসন থেকে প্রার্থী প্রত্যাহার করার দাবি জানিয়ে আসছিল স্থানীয় প্রাক্তন অঞ্চল প্রধান তৃণমূল নেতা সুমন্ত রায়।
কিন্তু পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী সোনালী পাল বারবার মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা অস্বীকার করে আসছিলেন। ফোনে হুমকি এবং স্বশরীরে তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়িতে এসে চাপ সৃষ্টি করে। তবুও মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেনি।
তাই তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি সুমন্ত রায় এর নেতৃত্বে তৃণমূলের লোকজনেরা সোমবার রাতে মধ্যমগ্রাম বাজারে সোনালী পালের স্বামী মনোজ কুমার পালের দর্জির দোকানে হামলা চালায় এবং লুটপাট করে । আরো অভিযোগ যে মনোজ কুমার পাল কে মাটিতে ফেলে বেধড়ক পেটায় বলে বিজেপি প্রার্থী সোনালী পালের অভিযোগ।সোনালী পাল জানিয়েছেন যে তৃণমূলের নেতারা দোকানে লুটপাট চালিয়ে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।
এই ঘটনার কথা লিখিত আকারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মনোজ কুমার পাল।
বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সৌগত দে জানিয়েছেন যে প্রতিদিন তাদের বিজেপির প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে এবং মনোনয়নপত্র প্রত্যাহার না করলে অদূর ভবিষ্যৎ তাদের উপর অত্যাচার নেমে আসবে বলে শাসাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা।
গোটা বিষয়টি থানায় পুলিশের কাছে জানানো হয়েছে বলে দাবি করেছেন ওই তৃণমূলের যুব মোর্চার সভাপতি।
মঙ্গলবার এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক এইরকম অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল নেতার অভিযোগ যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের হামলার ঘটনা ঘটেছে এর সঙ্গে আমাদের তিনোমূলের দলের কোনো সম্পর্ক নেই‌
মন্তেশ্বর থানা পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েছি ।খতিয়ে দেখা হচ্ছে তবে কেউ গ্রেপ্তার হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here