পিয়ালী দাস,বীরভূমঃ
তৃণমূলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সিউড়ি থানার করিধ্যায়।
জানা গেছে,আগামী ৯ ই ডিসেম্বর বীরভূমের সিউড়ি ১নং ব্লকে তৃণমূলের জনসভা হবার কথা আছে।সেই উপলক্ষে সিউড়ি করিধ্যা এলাকায় তৃনমুলের পক্ষ থেকে দুটি গেট বানিয়েছিল।গতকাল রাতে কে বা কারা ওই গেটে লাগানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ছবি ছিঁড়ে ফেলে দেয়।মূলত ১৪ নং জাতীয় সড়কের পাশে করিধ্যা যাবার মুখেই যে গেট বানানো হয়েছিল সেই গেটের ব্যানার ফেস্টুন বেশিরভাগ ছিড়ে দেওয়া হয়েছে।অন্য দিকে ওই এলাকারই সৎসঙ্গ কলোনির সামনে তৈরি গেটের অনুব্রত মন্ডলের ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে।পুরো ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে সিউড়ি থানায়।তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
তৃণমূলের দাবি, কিছু দুষ্কৃতি এই ধরনের কান্ড ঘটিয়েছে।কোনো নির্দিষ্ট দলকে চিহ্নিত না করলেও কিছু দুষ্কৃতি সভার আগে সমস্যা তৈরি করার চেষ্টা করেছে বলে দাবি তৃণমূলের।
আরও পড়ুন: প্রথমা স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584