চায়ের কাপে চুমুক দিতেই বাঁশ দিয়ে প্রহার, তৃণমূলের দ্বারা আক্রান্ত বিজেপি

0
48

সুদীপ পাল, বর্ধমানঃ

বিজেপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার বুদবুদের সোদপুর এলাকায়।

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, লোয়া কৃষ্ণরামপুর পঞ্চায়েতের সোদপুর গ্রামের বুথ সভাপতি মন্টু চৌধুরী একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ঠিক সেই সময় তৃণমূলের কিছু লোক এসে তাঁর উপরে হামলা চালায়।

injured | newsfront.co
আহত। নিজস্ব চিত্র

বিজেপি নেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল নেতাদের দাবি এই ঘটনায় তাঁরা কেউ জড়িত নন।

জানা গিয়েছে, আগামী ২২ অক্টোবর লোয়া কৃষ্ণরামপুর এলাকায় বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলহুয়ালিয়া একটি জনসভা করবেন। সেই সভার প্রস্তুতি হিসেবে দলীয় নেতাকর্মীরা এলাকায় প্রচার শুরু করেছেন।

এ দিন সোদপুর গ্রামের বাসিন্দা মন্টু চৌধুরী প্রচার শেষে সোদপুর বাসস্ট্যান্ডের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানেই তাঁকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও পড়ুনঃ যাত্রীবাহী বাস উল্টে মৃত ১, আহত ১৫

বিজেপির গলসি বিধানসভার পর্যবেক্ষক রমন শর্মা এই হামলার দায় চাপিয়েছেন তৃণমূলের উপর। যদিও তৃণমূলের গলসি ১ ব্লক সভাপতি জাকির হোসেন দাবি করেন এই ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই। তিনি জানান, পথচলতি মহিলাদের উত্ত্যক্ত করছিলেন ওই নেতা। তাই স্থানীয় মানুষ তাঁকে মারধর করেছেন। যদিও এই সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন মন্টুবাবু। তাঁর মতে, এলাকায় বিজেপির প্রভাব বাড়ছে বলেই তৃণমূল এইসব বাড়াবাড়ি করছে।

উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোয়া কৃষ্ণরামপুর পঞ্চায়েত দখল করেছে। লোকসভা নির্বাচনে বিজেপির থেকে এক্ষেত্রে এগিয়ে রয়েছে তৃণমূল। তবে সোদপুরে বিজেপি ২৪৫ ভোটে জিতেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here