কংগ্রেসের দ্বারা আক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের

0
76

নিজস্ব সংবাদদাত,মালদহঃ
নির্বাচন ফলাফল পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীর ঘরে ঢুকে হামলার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, হরিশচন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের টাল বাঙ্গরুয়া গ্রামে। ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,আক্রান্তরা হলেন আকবর আলি(৬৫), তারিক সেখ ও সাহেরা বিবি। অভিযুক্ত কংগ্রেস কর্মী মালেক সেক ভোলা সেখ সাবির সেখ সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ, নির্বাচনের ফলাফলে তৃণমূল প্রার্থী জিয়াউল সেখ জয়ী হয়। এরপরই তৃণমূল কর্মী আকবর আলীর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। হামলা করার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হন এক মহিলাসহ ৩ জন তৃণমূল কর্মী। রাতেই আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আকবর আলীকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তবে কি কারণে হামলা তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here