নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের ১৬১ নম্বর বুথে বিজেপির ত্রাণ নেওয়ার অভিযোগে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন ওই অঞ্চলের মহিলা সহ- মোট ১১জন।

এই ঘটনার জেরে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে অভিযোগের তীর রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি আন্দাজ করতে মালদহে বনমন্ত্রী
জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় গিরি বলেন, পবিত্র ইদ উপলক্ষে সোমবার ত্রাণ বিলি করেছিল বিজেপি।
সেই কারণে স্থানীয় কিছু তৃণমূলের লোকজন এসে তাদের ওপর লাঠি, বাঁশ ও রড দিয়ে আক্রমণ চালায়।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বর্তমানে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584