নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বিস্তীর্ণ এলাকা বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ছিল। এবার তার রেশ কাটতে না কাটতেই বিজেপির ৬৫ বছরের এক বৃদ্ধা মহিলা কর্মীকে মারধর করে পেচ্ছাপ খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার বাসবনি এলাকায়।
জানা গেছে, এই ঘটনার সঙ্গে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার যুক্ত রয়েছে। আহত বিজেপি মহিলা কর্মী কোকিলা ঘড়াই এর অভিযোগ, “তৃণমূলের কিছু মহিলা আমার বাড়ি এসে আমার উপর চড়াও হয়। আমাকে বেধড়ক মারধর করতে থাকে। শুধু তাই নয় আমার বৌমার উপরও শারীরিক নির্যাতন করা হয়। এরপর আমি বাধা দিতে গেলে আমাকে বাইরে টেনে বেধড়ক মারধর করা হয়। পরে আমাকে পেচ্ছাপ খাওয়ানো হয়।”
আরও পড়ুনঃ অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু বৃদ্ধার
এরপর গোটা রাত ওই মহিলা বাইরে পড়ে থাকার পর অবশেষে দাঁতন থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। তাঁকে দাঁতন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বলে জানান ওই বৃদ্ধা।
যদিও এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন ৫ নম্বর অঞ্চল সভাপতি সুশান্ত কুমার ঘোষ। তাঁর বক্তব্য, আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে, এলাকায় কোনও রকম ভাবে অশান্তি সৃষ্টি না করার। এটা বিজেপির চক্রান্ত। এই ধরনের ঘৃণ্য ধরনের কাজ নিজেরাই করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।
অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা মৌসাব মল্লিক জানান, খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভোটে জেতার পর থেকেই এলাকায় তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা। এটা তারই প্রতিফলন। সমগ্র দাঁতন এলাকার কাছে এটি একটি লজ্জাজনক ঘটনা। আমরা এর সুবিচার চাইছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584