জয় শ্রীরাম বলায় মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
64

পিয়ালী দাস,বীরভূমঃ

‘জয় শ্রী রাম’ বলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার সাহাবিরোরী গ্রামে।শুক্রবার গ্রামে যান বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপ্রসাদ মন্ডল।

tmc beat up to saying jai shree ram | newsfront.co
গ্রামে জেলা বিজেপি নেতৃত্ব।নিজস্ব চিত্র

আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে তিনি কথা বলেন।বীরভূম জেলা বিজেপি সভাপতি দাবি করেন, যে ভাবে তৃণমূল সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে বীরভূম জেলা জুড়ে তা বিজেপি হতে দেবে না।সব রকমের দাঙ্গা রুখতে বিজেপি বদ্ধপরিকর।

যে কোনো রকমের বিপদে মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি সব সময় থাকবে। গ্রামের মহিলারা যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ ‘জয় শ্রীরাম’ নিয়ে অমর্ত্য সেনের বক্তব্য সম্বলিত ব্যানার পড়ল রায়গঞ্জে

মাঠ চাষের কাজে যেতে পারছেন না গ্রামের মানুষরা।আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে অবিলম্বে এই গ্রামে একটি পুলিশ ক্যাম্প করে দিতে হবে মানুষের নিরাপত্তার স্বার্থে এবং পুলিশকে বলব নিরপেক্ষভাবে কাজ করুন প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।যদিও বীরভূম জেলা তৃনমূলের তরফে বিজেপির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here