নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
সোমবার শিলিগুড়িতে এনআরসি ও সিএএ-র প্রতিবাদে মহামিছিল করল দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস। মিছিলটি শুরু হয়েছিল বাঘাযতীন পার্ক থেকে। এরপর শিলিগুড়ির বিভিন্ন রাস্তা পরিক্রমার পর মিছিল শেষ হয় এয়ারভিউ মোড়ে এসে।
এই মিছিলে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বেদব্রত দত্ত এবং শিলিগুড়ি পুরনিগমের সকল তৃণমূল কাউন্সিলর-সহ দলীয় কর্মী-সমর্থকরা।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী গৌতম দেব বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র নির্দেশ অনুযায়ী জেলার প্রত্যেকটি সাবডিভিশনে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, ২৮ তারিখে ২৯৪ টি বিধানসভায় তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলবে এবং এভাবে প্রতিদিনই এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে আন্দোলন চলতে থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584