নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বগটুই হত্যাকান্ডে উত্তাল বিধানসভা। বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই ঘটনায়, তখনই তৃণমূল বিধায়কদের সঙ্গে শুরু হয় বিরোধীদের হাতাহাতি। তা থেকে ধস্তাধস্তি। শাসক – বিরোধী দুই দলের মধ্যে হাতাহাতির মত ঘটনা তাও আবার খোদ বিধানসভায় দাঁড়িয়ে এমন নজির সাম্প্রতিক অতীতে ঘটেনি। বগটুই কাণ্ডে বিরোধীরা কোন ভাবেই তৃণমূল সরকারকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না তা স্পষ্ট।
এরই মধ্যে বগটুই হত্যাকান্ডে আরও বাড়লো মৃতের সংখ্যা। নারকীয় এই হত্যাকান্ডে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে ৬০ শতাংশ পোড়া অবস্থায় হাসপাতালে ছিলেন নাজমা বিবি। আজ মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুনঃ হিজাব পরে ভারতীয় রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেওয়ায় রেস্তোরাঁ বন্ধের আদেশ বাহরিন সরকারের
আদালতের নির্দেশে বগটুই হত্যাকান্ডের তদন্ত ভার গিয়েছে সিবিআই-এর হাতে। আদালতের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় সিবিআই। তদন্তের আজ তৃতীয় দিন, সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী আজ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। ডাকা হতে পারে মৃতের পরিজন মিহিলাল শেখকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584