নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দেওয়াল লিখন ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চৌরঙ্গী ক্লাব এলাকায়।

জানা গেছে, চৌরঙ্গী ক্লাব এলাকায় একটি দালাল ধরে রেখেছিল বিজেপি। তাতে প্রার্থীর নাম ছাড়া প্রতীক এঁকে রেখেছিল তারা। এরপর তৃণমূলের পক্ষ থেকে ওই দেওয়ালের বাকি অংশে দেওয়াল লিখন করতে গেলে গতকাল রাতে উত্তেজনার সৃষ্টি হয় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে৷ কিছু বাক্যবিনিময় হওয়ার পর বিজেপির পক্ষ থেকে সৌজন্য দেখিয়ে বাকি দেওয়ালের কিছুটা অংশ ছেড়ে দেওয়া হয় তৃণমূলের জন্য।

এই বিষয়ে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন যে, “চৌরঙ্গী ক্লাব এলাকায় এই দলটি আমাদের আগে থেকেই ধরা ছিল এবং বাড়ির মালিকের কাছ থেকে আগে থেকেই আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম । তবু তৃণমূলের পক্ষ থেকে এই দেওয়াল লিখন করতে এলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়, আমাকে ডাকা হয় আমি আসার পর দু’দলের সমর্থকদের মধ্যে কথা চলে।
আরও পড়ুনঃ ‘খেলা হবে ‘ টি- শার্টের চাহিদা উর্ধ্বমুখী ঝাড়গ্রামে
বালুরঘাট সবসময় সংস্কৃতিবান শহর তাই আমরা সেই সংস্কৃতি অক্ষুন্ন রেখে সৌজন্যের খাতিরে আমাদের ধরা দেওয়ালের কিছুটা অংশ তৃণমূলকে ছেড়ে দিলাম পাশাপাশি আজ রাতেই আমরা আমাদের অংশে দেওয়াল লিখন করে ফেলব ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584