দাঁতনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মহিলা সহ আহত ৪

0
164

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Tmc bjp collision at dantan
নিজস্ব চিত্র

দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।তৃণমূলের আক্রমণের আহত এক মহিলা সহ চারজন।

ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের ৬ নং চকইসমাইলপুর এর কুসুমি গ্রামের।

Tmc bjp collision at dantan
নিজস্ব চিত্র

বিজেপির অভিযোগ,গতকাল ভোটের পর থেকে চকইসমাইলপুর এর বাসিন্দা প্রহৃতা স্নেহলতা পাত্রের ছেলেসহ পরিবারের লোকজনকে টেলিফোনে হুমকি দিতে থাকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Tmc bjp collision at dantan
আক্রান্ত পূর্ণেন্দু পাত্র।নিজস্ব চিত্র

তারপরই আজ সকালে তাদের বাড়ি ভাঙচুর চালায় স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক।মারধোর করে বিজেপি কর্মী স্নেহলতা পাত্র সহ চার জনকে।প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় তাদের।

Tmc bjp collision at dantan
সুবলচন্দ্র পাত্র।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গড়বেতায় উদ্ধার বিস্ফোরক

Tmc bjp collision at dantan
চিকিৎসাধীন আক্রান্ত স্নেহলতা পাত্র।নিজস্ব চিত্র

আহতদের দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।তবে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন স্নেহলতা পাত্র।নতুন এই চিকিৎসাধীন চার প্রহৃত বিজেপি কর্মী সমর্থক।দলগতভাবে দাঁতন থানায় অভিযোগ জানাবে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here