হরষিত সিংহ,মালদা:আশংকা করা হচ্ছিল আগে থেকেই। সেই আশঙ্কাই সত্যি হল । তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ দফায় দফায় উত্তেজনা তৈরি হয় কালিয়াচক ৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের রায়পুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ।
সকালের দিকে ৯৩ নম্বর বুথে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়। অন্যদিকে ৯৩ নম্বর বুথে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুধে। জানা গেছে, এদিন সকালে নির্দিষ্ট সময়েই ভোট শুরু হয়েছিল বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের রায়পুরের ৯৩ নম্বর বুথে। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোটকেন্দ্রের সামনে। হঠাত করে বুথ লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়। বোমার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে। শুরু হয়ে যায় ছোটাছুটি। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ বিজেপির এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584