নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুরের আনন্দপুরে শুক্রবার তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ৪ তৃণমূল কর্মী বলে জানা গেছে।
একমাস আগে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের পর গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান তৃণমূল কর্মী নাসির খাঁ। শুক্রবার আনন্দপুরের রাজারডাঙা গ্রামে বাড়ি ফিরে আসেন।
এসময় বিজেপি কর্মীরা তাঁর বাড়ি ঘিরে ফেলে।
আরও পড়ুনঃ তোর্সা নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ
তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীকে গুরুতর ভাবে জখম করে এলাকা ছাড়া হন ওই তৃণমূল কর্মী। তাঁকে মারধর করা হয়। এসময় দুপক্ষের সংঘর্ষ বাধে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর ছেলে বাদশা খাঁ,জামাই আকবর আলী,এক আত্মীয়া সামিরা বিবি। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষে বিজেপি কর্মী সমর্থকরাও আহত হন।
সংঘর্ষের পর বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584