সদাইপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

0
88

পিয়ালী দাস,বীরভূমঃ

শুক্রবার রাত ন’টার পর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত হাজরাপুর গ্রাম।

Tmc bjp collision at sadaipur
নিজস্ব চিত্র

বিজেপি সমর্থকদের অভিযোগ,তারা বিজেপি করে বলে তাদের উপর হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী,অন্যদিকে তৃণমূলের অভিযোগ,বিজেপির সমর্থকরাই নাকি তাদের ওপর হামলা চালিয়েছে।
বিজেপি সমর্থক শেখ আবু হায়াত অভিযোগ করেন , আচমকাই তৃণমূলের বাইক বাহিনী তাদের উপর এসে চড়াও হয়।বেছে বেছে বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর চালানো হয়।মারধর করা হয় সমর্থকদের,এমনকি অন্তঃসত্ত্বা মহিলাও মারধর হাত থেকে রক্ষা পায়নি।

তারা আরও জানান,যেহেতু এখানকার লোকেরা বিজেপি করে এবং এই গ্রাম থেকে এবার ভোটে বিজেপি লিড পেয়েছে তাই তাদের উপর হামলা।

অপরদিকে,তৃণমূল সমর্থক শেখ ফিরোজ অভিযোগ করেন,বিজেপি সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে যে অভিযোগ বিজেপি করছে তা পুরোপুরি মিথ্যে।তারা জানিয়েছে বিজেপি লোকেরাই নাকি তাদের উপর হামলা চালিয়েছে,করা হয়েছে মারধর,বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর করা হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় সদাই পুর থানার পুলিশ।পরে সিউড়ি পুলিশ লাইন থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে হাজরাপুর গ্রামে রুটমার্চ করানো হয়। ঘটনার পর থেকেই থমথমে পুরো এলাকা।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খেজুরি,আক্রান্ত পুলিশের গাড়ি

অন্যদিকে পারুই থানার জিনাইপুর গ্রামে শুক্রবার সন্ধ্যা বেলা থেকেই একের পর এক তৃণমূল কর্মীদের বাড়ি হামলার শিকার হয়।এক্ষেত্রে অবশ্য অভিযোগের তির বিজেপির দিকে। স্থানীয় এক যুব নেতার বাড়িতে হামলা চালানো হয় বলে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here