পিয়ালী দাস,বীরভূমঃ
বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া থানার হাতোড়া গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর।
শুক্রবার দুপুরে হাতোরা পঞ্চায়েত অফিসে এলাকার বিজেপি কর্মীরা গিয়ে ছিল নানান সমস্যা নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার তারিখ ঠিক করতে, হাতোড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গণেশ মণ্ডল বলেন,পঞ্চায়েত থেকে ফেরার সময় আচমকাই আমার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। সে সময় আমার বাড়িতে কর্মীদের নিয়ে বৈঠক করছিলাম। এর পরেই চিৎকার করে করে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এরপরে আমরাও প্রতিরোধ করি।
স্থানীয় সূত্রে খবর,দু’পক্ষের মধ্যে লেগে যায় ব্যাপক সংঘর্ষ।দু’পক্ষই একে অপরের দিকে মোটা বাঁশ নিয়ে তেড়ে যায়। এমনকি সাঁইথিয়া থানার পুলিশ গেল কোন ভাবেই তারা দু’পক্ষকে সংঘর্ষ থেকে বিরত করতে পারে না। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনায় ছয়জন বিজেপি কর্মীকে আটক করে সাঁইথিয়া থানার পুলিশ।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বিজেপি কে নিয়ে কিছু বলার নেই, শুধু মানুষকে উত্তেজিত করে অশান্তি তৈরি করাটাই ওদের কাজ।
আরও পড়ুনঃ আক্রান্ত বিজেপি নেতাকর্মী,প্রতিবাদে গড়বেতা বনধের ডাক
বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, জয় শ্রীরাম বলে এত রেগে যাবার কি আছে ? মানুষ তৃণমূলের কাছ থেকে সরে গেছে সেটা বুঝতে পেরেই অশান্তি পাকাচ্ছে বিজেপি কর্মীদের মারধর করছে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584