নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
লোকসভা ভোটের আগে থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি। কখনো দিলীপ ঘোষের গাড়ির উপরে হামলা।কখনো তৃণমূল-বিজেপি সংঘর্ষ। খেজুরি আছে খেজুরিতেই। আজ দুপুরের পর তৃণমূল বিজেপি সংঘর্ষ।পুলিশ গাড়ী ভাঙচুর,আহত দশ জন।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটে খেজুরি এক ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের কন্ঠীবাড়ী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরবন্দর গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য বিশ্বজিৎ বেরার বাড়িতে বিজেপি নেতা সনৎ মাইতির নেতৃত্বে কর্মীরা দলীয় পতাকা লাগিয়ে আগুন লাগানোর চেষ্টা করে।এই খবর চাউর হতেই স্থানীয়রা প্রতিবাদ করে এবং বিজেপি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়।পাশাপাশি বিজেপি নেতা সনৎ মাইতিকে গনধোলায় দেয়।এই খবর ছড়িয়ে পড়তেই কন্ঠীবাড়িতে থাকা বিজেপি কর্মীরা এলাকার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ে থাকা তৃণমূল কর্মীদের মারধর করা হয়। ঘটনাস্থলে আহত হয় তৃণমূল কর্মী আবেদ ও সেখ খুরসেত।
আরও পড়ুনঃ সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা,দুই আধিকারিক সহ আহত ৩
আহতদের কামারদা ব্লাক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই খবরপেয়ে খেজুরি থানার পুলিশের দুটো গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে বিজেপি কর্মীরা পুলিশের গাড়ীর উপর চড়াও হয়।একটি গাড়ী ভাঙচুর করে পাশে থাকা নয়ানজুলিতে ফেলে দেয় বলে অভিযোগ।অপর গাড়ীতে ব্যপক ভাঙচুর চালানো হয়। এদিনের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।এখন উত্তপ্ত হয়ে রয়েছে খেজুরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584