শ্যামল রায় বর্ধমান:
মনোনয়ন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় 22 জন বিজেপি কর্মী নেতাকে গ্রেপ্তার করল নাদন ঘাট ও কালনা থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এর মধ্যে রয়েছেন জেলা সম্পাদক ধনঞ্জয় হালদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পাল্টা অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে বুধবার মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে কালনা ১ নম্বর ও পূর্বস্থলী ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে এবং রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়।
বিজেপি নেতাদের অভিযোগ যে তাঁরা মনোনয়নপত্র তুলতে গেলে শাসক দলের কর্মী-সমর্থকরা বাধা দেয় এবং তাদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল নেতাদের অভিযোগ যে তাঁরা আমাদের উপরে করা হয় এবং উত্তেজনা ছড়ায় বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে পূর্বস্থলী ১ ব্লকের অধীন শ্রীরামপুরে উন্নয়ন দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বিজেপি কর্মীদের মারে মারাত্মকভাবে জখম হন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজিত দেবনাথ সহ ৪ জন।
পাল্টা আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরকমটাই অভিযোগ উঠেছে এলাকাতে।
কালনা ১নম্বর ব্লকে ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক গন্ডগোল বাঁধে এবং বিডিও অফিসের বাসের ব্যারিকেড ভেঙে দেয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগ-পাল্টা অভিযোগ ঘুরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শ্রীরামপুর বিডিও অফিস প্রাঙ্গন।
তবে স্থানীয় তৃণমূল নেতা পরিমল দেবনাথ ও দিলীপ মল্লিক জানিয়েছেন যে আমরা শান্তিপূর্ণভাবেই মনোনয়ন দাখিলের কাজ চলছিল অতর্কিত বিজিবি কর্মী-সমর্থকরা এসে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার মনোনয়ন দাখিল কে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে তাদের এলাকায় যা উন্নয়নমুখী কাজ হয়েছে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দেবে আমাদের কর্মী-সমর্থকরা কখনোই সন্ত্রাসের পথে পা বাড়ায় নি মারমুখি হামলা চালিয়েছে বিজেপি কর্মীসমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584