মনিরুল হক, কোচবিহারঃ
তৃনমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের তিন জন গুরুতর ভাবে আহত হয়েছে।শুক্রবার রাতে মেখলিগঞ্জ থানার উছলপুকুরি বেদপাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে।আহতদের মাধ্যে একজন তৃণমূল কংগ্রেস সমর্থক,অন্য দুজন বিজেপির।
প্রথমে আহতদের জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।এরমধ্যে বিজেপির এক সমর্থকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।জমিতে গরু বাঁধা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ।খবর পেয়ে মেখলিগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির স্থানীয় কর্মী উত্তম বেদ বলেন, “প্রথমে বিকেল ৩ টা নাগাদ একটা গণ্ডগোল হয়।এরপরে রাতে দলবল নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা আমাদের বাড়িতে চরাও হয়। ধারাল অস্ত্র দিয়ে আমার কাকার উপরে আক্রমণ করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, বিজেপি গণ্ডগোল পাকাতে ইচ্ছা করে জমিতে গরু বেঁধে দেয়। এরপরেই গণ্ডগোলের সৃষ্টি হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584