নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ফের রাজনৈতিক গোলমালে উত্তপ্ত কেশপুর। কেশপুরের আনন্দপুর থানার ১ নম্বর অঞ্চলের তুষখালী গ্রামে শনিবার রাতে বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ওই গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি গ্রামের দুই-তিনটি বাড়িতেও ভাঙচুর চালায় বলেও অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, মূলত মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে এলাকা নিজেদের দখলে রাখার চেষ্টাতেই এই তাণ্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ কুখ্যাত ড্রাগ পেডলার ধৃত রায়গঞ্জে
যদিও বিজেপির এই অভিযোগকে অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এটা বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা বলে পাল্টা দাবি তৃণমূলের। এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয় বলে দাবি তৃণমূলের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584