পিয়ালী দাস, বীরভূমঃ
তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ পথসভায় থেকে আগামী পৌরসভা নির্বাচনে ১৬/০ করার ডাক দিল সাঁইথিয়া পৌরসভার পৌর প্রধান বিপ্লব দত্ত।
শুক্রবার বিকেলে সাঁইথিয়া শহরে একটি প্রতিবাদ সভার আয়োজন করে সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেস।এই প্রতিবাদ সভায় হাজির ছিলেন,বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা, তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিনহা,পৌর প্রধান বিপ্লব দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেছে সাঁইথিয়া পৌর এলাকায় বিজেপি থেকে প্রায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই সাঁইথিয়া বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপি বিভিন্ন গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালাচ্ছে,অত্যাচার করছে, কোথাও কোথাও জয় শ্রীরাম বলার জন্য চাপ দিচ্ছে, কোথাও আবার বিজেপি করতে হবে বলে জোর করে বাধ্য করছে,এমনই অভিযোগ আনছে সাঁইথিয়ার তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী ।
শহরের মানুষ কেন বিমুখ হলো এত উন্নয়ন সত্ত্বেও সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরেই উঠে এসেছে তৃণমূল নেতৃত্বের মুখে।এদিন বক্তব্য রাখতে গিয়ে সাঁইথিয়ার পৌর প্রধান বিপ্লব দত্ত বলেন, আগামী বছর সাঁইথিয়া পৌরসভা নির্বাচন রয়েছে,এখন থেকেই আমাদের অঙ্গীকার করতে হবে যে সাঁইথিয়ার ১৬ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক প্রার্থী যাতে জয়ী হয়।
বীরভূম জেলা তৃণমূলের সভার সভাপতি অভিজিৎ সেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে, শান্তি মিছিল করতে হবে এলাকায় এলাকায়,অসহায় বিপদে পরা যে মানুষরা দলীয় কার্যালয় আসবে তাদের সমস্যার কথা শুনতে হবে, প্রয়োজনে সমস্যার সমাধান করে দিতে হবে।অযথা কর্মীদের অহংকার ত্যাগ করতে হবে।বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে হবে।
এই প্রতিবাদ সভা থেকে জোরালো গলায় প্রতিবাদটা অবশ্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল করেন, তিনি বলেন কোথাও কোথাও তোমরা জিতেছো, তাই বলে মানুষকে মারবে,ভয় দেখাবে,তা কিন্তু মানবো না। সিপিএমের গুন্ডাবাহিনী বিজেপির পতাকা ধরে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করছে,এর ফল কিন্তু ভালো হবে না। শুনে রাখো বিজেপি তোমরা যা দেবে আমরা তা কড়ায়-গণ্ডায় ফেরত দেবো।
যদি সম্মান দাও তাহলে আমরাও সম্মান দেব,যদি পাচনের এর বাড়ি দাও তাহলে আমরাও ডাং বাড়ি দেবো।
আরও পড়ুনঃ ডিপিএসসির চেয়ারপার্সনকে গ্রেপ্তারের দাবী
মঞ্চ থেকে সিপিএমের উদ্দেশ্যে কটাক্ষের সুরে অনুব্রত মণ্ডল বলেন,তলে তলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত,এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে।সর্বশেষে তিনি বলেন আপনারা ভুল বুঝবেন না, বিরোধীদের সঙ্গে সব লড়াই হবে গণতান্ত্রিক উপায়ে এবং আন্দোলনের মধ্য দিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584