বোল্লা কালীর মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন গৌতম দাস

0
135

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারের ময়দানে নেমেছেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। রবিবার গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপন ব্লকের ১নং রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রাইল এলাকায় বোল্লা কালীর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দাস।

Gautam Das | newsfront.co
পুজো দিচ্ছেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। নিজস্ব চিত্র

এদিন পুজো দিয়ে ভোট প্রচার করতে এলাকার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরলেন গৌতম বাবু।

TMC Candidate | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপুল ভোট জয়ী হওয়ার কথা বলেন তিনি। এদিনের এই ভোট প্রচার কর্মসূচিতে গৌতম দাস ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা।

Goutam das | newsfront.co
ভোটের প্রচার। নিজস্ব চিত্র

প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে নেমেছে তৃণমূল-বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এরই মাঝে গত শুক্রবার ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের ২৯১ টি আসনের প্রার্থী তালিকা।

আরও পড়ুনঃ বাংলাতে তৃণমূল কংগ্রেসই থাকবে, পরিবর্তন দিল্লিতে হবেঃ মমতা

প্রার্থী তালিকা প্রকাশিত হতেই তৃণমূল কর্মীদের তৎপরতা তুঙ্গে উঠেছে। সেইসঙ্গে নিজেদের বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমেছে তৃণমূল প্রার্থীরা। সেইসঙ্গে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবার আবেদন রাখলেন তৃণমূল প্রার্থী গৌতম দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here