নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।তিনি রবিবার প্রথমে মেদিনীপুর শহরের সিপাই বাজার এলাকায় দলের প্রাক্তন প্রয়াত বিধায়ক মৃগেন্দ্র নাথ মাইতির বাড়িতে যান।
সেখানে মৃগেন্দ্র নাথ মাইতির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রচার শুরু করেন। মৃগেন বাবুর বাড়ি থেকে দলের এক কর্মীর বাইকে চেপে তিনি মেদিনীপুর শহরের পাটনা বাজারে যান। সেখানে দলীয় কর্মীদের নিয়ে তিনি একটি কর্মী সভা করেন। এরপর মেদিনীপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে তিনি আর একটি কর্মীসভা করেন।
ওই দুটি কর্মী সভায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া সহ উপস্থিত ছিলেন নারায়ণগড় এর বিদায়ী বিধায়ক প্রদ্যোত ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা ,সুজয় হাজরা, নির্মল চক্রবর্তী, বিশ্বনাথ পাণ্ডব , নেপাল সিংহ, তৃণমূল মহিলা নেত্রী মৌ রায়, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ দলের শাখা সংগঠন এর নেতৃত্বগন।
এদিন অভিনেত্রী জুন মালিয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছেন । আমি অবিভক্ত মেদিনীপুর জেলার মেয়ে। আমার জন্ম বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। আমি মহিষাদল রাজবাড়ির মেয়ে । এই এলাকার মানুষকে পাশে নিয়ে প্রয়াত বিধায়ক মৃগেন্দ্র নাথ মাইতির অসমাপ্ত কাজ আমি করব । দলের কর্মী ও সমর্থকরা হলেন দলের আসল সম্পদ ।
আরও পড়ুনঃ বিজেপির সভার আগে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের সুর চড়ালেন মমতা
অভিনেত্রী জুন মালিয়া আরও বলেন যে, এই এলাকার মানুষের পাশে থেকে তিনি কাজ করবেন। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং আগামী মঙ্গলবার মনোনয়নপত্র তিনি জমা দেবেন । মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি মেদিনীপুর শহরে থাকবেন এবং ভোটের দিন পর্যন্ত তিনি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় প্রচারে যাবেন ।
তার জন্য মেদিনীপুর শহরে একটি ঘর ভাড়া নেওয়া হয়েছে বলে দলের নেতা বিশ্বনাথ পাণ্ডব জানান। জুন মালিয়া মেদিনীপুরে এসে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের কাজ শুরু করায় খুশী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা । তাই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । মেদিনীপুর শহরের বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া কে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
আরও পড়ুনঃ বাংলাতে তৃণমূল কংগ্রেসই থাকবে, পরিবর্তন দিল্লিতে হবেঃ মমতা
তিনি ও হাত নেড়ে কখনও নমস্কার করে মেদিনীপুর শহরবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্যতম নেতা সুজয় হাজরা বলেন দলের প্রতিটি কর্মী ও সমর্থক দলের প্রার্থী জুন মালিয়া কে জয়ী করার জন্য নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিয়েছে । তাই জোরকদমে চলছে দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচারের কাজ।
যেভাবে মেদিনীপুরের মানুষের রেসপন্স পাচ্ছি, তাতে কি মনে হচ্ছে, মেদিনীপুরের মানুষ আমাকে বহিরাগত মনে করছেন ? আজ মেদিনীপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বহিরাগত প্রসঙ্গে এমনটাই জানান মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। তিনি আশাবাদী মেদিনীপুরে তিনি জয়ী হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584