নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার খড়্গপুরের রাম মন্দিরে পুজো দিয়ে কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে খড়্গপুর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়ন পত্র জমা দেন খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।
মনোনয়পত্র জমা দেওয়ার পর তিনি বলেন, খড়্গপুর শহরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। ২০১৯ সালের উপনির্বাচনের চেয়েও এবার বেশি ভোটে তিনি নির্বাচিত হবেন।তিনি আরো বলেন যে খড়্গপুর সদর বিধানসভা এলাকার মানুষ তৃণমূল সরকারের উন্নয়ন দেখে এবারেও ভোট দেবেন।
তিনি বিজেপিকে কোন গুরুত্ব দিতে চায়নি। তিনি বলেন খড়্গপুর শহরের মানুষ শান্তি ও উন্নয়ন চায়,তারা হিংসা ও সন্ত্রাসে বিশ্বাস করে না। তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে খড়্গপুর শহরের মানুষ উপযুক্ত জবাব দেবেন।
আরও পড়ুনঃ গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু বিজেপি প্রার্থীর
সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে তৃণমূলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে প্রদীপ সরকার জানান। বুধবার প্রদীপ সরকারের পাশাপাশি পিংলা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও খড়্গপুর মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে এসে তার মনোনয়ন পত্র জমা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584