জীবন থাকতে বিজেপি দলে যাবো নাঃ শিউলি

0
91

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা কেশপুর ব্লক এর ১৫ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন।তিনি নির্বাচনী প্রচার করার সময় জানতে পারেন তিনি নাকি বিজেপি দলে যোগ দিচ্ছেন বলে প্রচার হয়েছে।

siuli saha | newsfront.co
নিজস্ব চিত্র

বিষয়টি জানার পর তিনি তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, আমি আমার জীবনে জীবিত অবস্থায় কোনদিন বিজেপি দলে যোগদান করবো না। বিজেপি একটি সাম্প্রদায়িক দল, ধর্ম নিয়ে রাজনীতি করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ,সন্ত্রাস সৃষ্টি করে, হিংসা ছড়ায়, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। ওরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে পায়নি । তাই যার তার নামে মিথ্যা কথা বলে অপপ্রচার করছে।

তিনি বলেন, কেশপুরের মানুষ দ্বিতীয়বারের জন্য তাকে নির্বাচিত করবেন এবং তিনি এক লক্ষেরও বেশি ভোটে নির্বাচিত হবেন বলে জোর গলায় দাবি করেন। তিনি বলেন আমি উন্নয়নকে সামনে রেখে প্রচার করবো । মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন আমাকে দ্বিতীয়বারের জন্য কেশপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে নবান্নে পৌঁছানোর দায়িত্ব আমাদের।

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিলেন শালবনীর তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো

তাই বিজেপির মত নীতি-আদর্শহীন একটা দলের কাছে আমি কোনদিনও মাথা নত করবো না। কেশপুরের মানুষ আমার পাশে রয়েছে। তারা আমার হয়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছে। তাই নিজেদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় বিজেপি আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে তৃণমূল কংগ্রেস করি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি মানুষের সেবা করার জন্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে কাজ করছি।

তাই তিনি বলেন যারা এই ধরণের অপপ্রচার করছে তাদেরকে তিনি সতর্ক করে দিয়ে বলেন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার বিরুদ্ধে এভাবে অপপ্রচার না করার জন্য। তিনি বলেন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবো । তার আগেই দলীয় কর্মীদের নিয়ে সোমবার বৈঠক করছেন। তেমনি গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন। তিনি বলেন বিজেপির বাংলা দখলের স্বপ্ন চুরমার হয়ে যাবে। তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ দলীয় বিধায়ক বিজেপির প্রার্থী, শিল্পের দাবিতে প্রচার শুরু মনিকার

কারণ বাংলার মানুষ অসভ্য বর্বর বিজেপিকে চায় না । তাই অসভ্য-বর্বর বিজেপিকে ও সংযুক্ত মোর্চা কে বাংলা থেকে তিনি উৎখাত করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান। তিনি বলেন আমি গদ্দার নই, আমি বেইমান নই ,তাই আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোন দলে যোগ দেবো না। তিনি দলীয় কর্মীদের আশ্বস্ত করে বলেন, আমি তোমাদের পাশে আছি আগামী দিনেও থাকবো, তাই বিজেপির কুৎসা অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি দলীয় কর্মী ও সমর্থকদের নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here