নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তীর নাম ঘোষণার পর থেকেই প্রচারকার্যে নেমে পড়েছে অভিনেতা সহ দলের নেতাকর্মীরা ৷ সোমবার সোহম চক্রবর্তী বিভীষণপুর এলাকার শিব দুর্গা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন।
বিভীষণপুর এলাকায় বাইকে চেপে ঢোকা মাত্রই এলাকার মহিলারা শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানায় তাকে । আপ্লুত হয়ে এলাকার মানুষের সাথে মিশে গিয়েছিলেন সোহম চক্রবর্তী। তিনি বলেন আমি আপনাদের বাড়ির ছেলে, কোনো অভিনেতা নয়, সবসময়ই আপনাদের পাশে থাকব।জয়যুক্ত করার আহ্বান জানিয়ে এলাকায় গ্রামের ভেতর বাইকে করে ঘুরে ঘুরে প্রচার সারলেন তারপর উদামপুরে ছোটো করে জনসভা করেন তিনি।
চন্ডীপুর বিধানসভার ভগবানপুরের বিভীষণপুর সভা মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপির একাধিক নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। বলেন, বিজেপির যে পদ্মফুলটা রয়েছে সেটা নিয়ে মমতা ব্যানার্জীর পায়ের তলায় অর্ঘ্য নিবেদন করব।
যোগী আদিত্যনাথ হাথরাসে যে মেয়েটিকে খুন করলেন তাঁর বিচার পেলেন না মেয়েটির পরিবার। দিল্লীর সেই সরকার বাংলা দখলের চেষ্টা করছে। বাংলায় মা বোনেদের কোনো সম্মান থাকবে না। তাই বিজেপিকে নয় তৃণমূলকে ভোট দিন।পূর্ব মাশুড়িয়ার শহীদ বেদি এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সোহম চক্রবর্তী।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপরে ছয়টি কেস নিয়ে নিমতৌড়িতে মুখ খুললেন শুভেন্দু
সঙ্গে ছিলেন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, ব্লক সভাপতি প্রণব মাইতি, ভগবানপুর ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দাস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।সারাদিনের প্রচার সফরের মাঝে তৃণমূল প্রার্থী সোহম দুপুরের মধ্যাহ্ন ভোজ সারলেন তৃণমূল কর্মী সুখেন রায়ের বাড়িতে। তারপর ফের এলাকায় এলাকায় ঘুরে প্রচারপর্ব সারলেন সোহম চক্রবর্তী।
বিভীষণপুর অঞ্চলের আঠারোটা বুথে গিয়ে স্ট্রিট কর্ণারের মাধ্যমে প্রচার করলেন চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।অভিনেতাকে কাছে পেয়ে উৎসাহ উদ্দীপনায় ভিড় করে স্থানীয় মানুষজন। এমনকি প্রার্থীর সাথে সেলফি নেওয়ার জন্য ঠেলাঠেলিও শুরু হয় বেশ কিছু জায়গায়। যদিও নিরাপত্তাবলয়ের মধ্যেই সারাদিনের কর্মসূচি সম্পন্ন করেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584