শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী

0
29

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে টক্কর বেঁধেছে রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন বড়োসড়ো রাজনৈতিক তারকা নিয়ে প্রচারে ব্যস্ত বিজেপি, অপরদিকে তৃণমূলও থামছেনা প্রচারে। দিন হোক বা রাত খড়্গপুরের বিভিন্ন এলাকায় নিত্যদিন প্রচার করে যাচ্ছে তৃণমূল।

পুজো দিচ্ছেন প্রদীপ সরকার। নিজস্ব চিত্র

রবিবার সন্ধ্যে নাগাদ খড়্গপুর পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচার ও সভার দায়িত্ব ঘাড়ে নিয়ে নিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সভায় বক্তৃতা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

এই দিনেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দিলীপ ঘোষ পাঁচ বছর বিধায়ক থাকাকালীন এলাকার উন্নয়ন করেনি, সেই সময় তিনি বলেছেন বর্তমান সরকার তাকে বাধা দিচ্ছে। কিন্তু আপনাদের কথা না ভেবেই উনি সাংসদ হয়ে দিল্লি চলে গেলেন এমনই বক্তব্য করেন শুভেন্দু অধিকারী।

এইদিন ৩১ নম্বর ওয়ার্ডের আয় মা শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এই দিন এই জনসভায় উপস্থিত ছিলেন সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, নির্মল ঘোষ সহ একাধিক জেলা নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here