জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন কান্দি শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন আইএনটিটিইউসি মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম সরকার ও কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ সুন্দর ত্রিবেদী।
মঙ্গলবার কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসমত শেখ, কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরী সিনহা বিশ্বাস, কান্দি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহেলি দাস মিশ্র, কান্দি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপঙ্কর মজুমদার, কান্দি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাম্পি বারিক কৈবর্ত এবং কান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুমকুম চক্রবর্তী তাদের মনোনয়নপত্র কান্দি মহকুমা শাসকের দপ্তরে জমা দিলেন।
আরও পড়ুনঃ কান্দি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা
মনোনয়নপত্র জমা দিয়ে আইএনটিটিইউসি মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকারকে পৌরসভার নির্বাচন বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বিরোধীরা শূন্য। তাছাড়া দল থেকে গদ্দারা চলে যাওয়ায় কান্দিতে তৃণমূল আরও শক্তিশালী হয়েছে। কান্দিতে তৃণমূল নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করতে শিখেছে। আসল খেলা এবার হবে। ”
আরও পড়ুনঃ অধীর রঞ্জন চৌধুরীর ছবি ছিঁড়ে ফেলা নিয়ে চাঞ্চল্য বহরমপুরে
এদিন তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কড়া পুলিশী নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা কান্দি মহকুমা শাসকের দপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584