নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
করোনা পরিস্থিতিতে ‘লকডাউনে’র মধ্যেও রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি পাচার। অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি।
দলের পাত্রসায়র মণ্ডল-২ সভাপতি তমাল কান্তি গুইয়ের অভিযোগ, দামোদর নদীর দেওরা ঘাট থেকে শাসক দল ও প্রশাসনের মদতে রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে তার দাবি।
আরও পড়ুনঃ লকডাউনের সুযোগ নিয়ে মাথাচাড়া মাটি মাফিয়াদের
রাতের অন্ধকারে বালি পাচারে যুক্ত বেশ কয়েকটি গাড়ি আটক করে পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলেও প্রথমত পুলিশ ফোন ধরেনি বলে তার অভিযোগ। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি বালি গাড়ি আটক করে পাত্রসায়ের থানার পুলিশ |
বিজেপির অভিযোগ যথারীতি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত সাল বলেন, ‘মিথ্যে অভিযোগ করা বিজেপির অভ্যাস। এই বালি পাচারে তৃণমূলের কেউ যুক্ত নয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584