ক্ষমতার অপব্যবহার বিজেপি সাংসদের, অভিযোগ তৃণমূলের

0
37

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পরিবারের কার্ডকে বিপিএল তালিকাভুক্ত করার অভিযোগে সরব হলো তৃণমূল জেলা নেতৃত্ব।

sukanta majumdar | newsfront.co
সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ। নিজস্ব চিত্র

সাংসদের নাম ও রেশন কার্ড নম্বর দিয়ে জোর প্রচারে নামল এবারে তৃণমূলের আইটি সেল। তবে অতি দ্রুত সাংবাদিক সম্মেলনে সাংসদ জানালেন এ বিষয়টা চলতি মাসের ৫ তারিখে তিনি অনলাইনে কার্ডের শ্রেণি পরিবর্তনের জন্য আবেদন করার পর প্রকাশ্যে আসে।

debasis mazundar | newsfront.co
দেবাশীষ মজুমদার, তৃণমূলের জেলা কার্যকারী সভাপতি। নিজস্ব চিত্র

তিনি যেহেতু বাড়িতে থাকতেননা কর্মসূত্রে মালদায় থাকতেন তাই তিনি জানতেন না কার্ড বিষয়ে কোনো খবর। কারণ তার পরিবার কখনোই রেশনের মাল ব্যবহার করেনি, তার বাড়িতে যারা কাজকর্ম করেন তারাই এই কার্ডটা ব্যবহার করত।

আরও পড়ুনঃ কেরালায় আত্মঘাতী যুবকের মৃতদেহ ফিরল, শোকের ছায়া

অবশ্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব দাবি করেছে কায়দা করে বিতর্ক এড়িয়ে যেতে চাইছেন সাংসদ সুকান্ত মজুমদার। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই কার্ড বানিয়ে তার সমস্ত সুযোগ-সুবিধা নিয়েছেন। এতদিনে বিষয়টি সামনে আসতেই তিনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here