নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু’নম্বর ব্লকের পালধুই অঞ্চলের তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার।
এদিন কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি দেবব্রত দাস, রামনগর ২ নম্বর ব্লকের সভাপতি অরুণ দাস, পালধুই অঞ্চলের সভাপতি তপন প্রধান, দেপাল অঞ্চলের সভাপতি গৌরাঙ্গ মাইতি, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি, পঞ্চায়েত সমিতির নারী কল্যাণ কর্মাধক্ষ্য রানী ভঞ্জ, প্রাক্তন শিক্ষা কর্মাধক্ষ্য পার্থ সখা গিরি, পালধুই অঞ্চলের সদস্য স্বপন দাস, মনোজিত মান্না ও অন্যান্য অতিথি বর্গ।
আরও পড়ুনঃ দুধের স্বাদ ঘোলে মেটাতে ফুটবল ছেড়ে ধাপাসবল খেলার আয়োজন
এই সভা থেকে সভাধিপতি দেবব্রত দাস হুশিয়ারি দেন, ‘আমরা এনআরসি, সিএএ হতে দেব না।’ তিনি আরও বলেন যে আমাদের দলের মধ্যে যে বিভেদ আছে তা ভুলে আবার একসঙ্গে হাত মিলিয়ে উন্নয়েনের কাজে হাত লাগাতে হবে।
যারা দলের ক্ষতি করছে তাদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে। এই কর্মী সন্মেলনে এই অঞ্চলের প্রতিটি বুথ কমিটি গঠন করা হল ব্লক সভাপতি অরুণ দাসের নেতৃত্বে।
এদিনের এই কর্মী সম্মেলনে প্রায় হাজার লোক উপস্থিত ছিলেন। দেবব্রত দাসের নেতৃত্বে অনেক কর্মী এদিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানও করেন। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন নবরঞ্জন দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584