সম্মান পান না,দলীয় কার্যালয় থেকে সাইনবোর্ড খুলে ফেললেন তৃণমূল কাউন্সিলর

0
189

সুদীপ পাল,বর্ধমানঃ

দলীয় কার্যালয় থেকে দলনেত্রীর ছবি দেওয়া হোর্ডিং সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে।

Tmc councilor  take off signboard from the party office
নিত্যানন্দ চট্টোপাধ্যায়,অভিযুক্ত কাউন্সিলর।ফাইল চিত্র

পূর্ব বর্ধমানের গুসকরার এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গুসকরার বিদায়ী কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় এই ঘটনা ঘটানোর পরে দলের কর্মীদের একাংশ তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

যদিও নিত্যানন্দবাবুর বক্তব্য, দল তাঁকে যোগ্য সম্মান না দেওয়ায় তিনি ওই বাড়ি থেকে ব্যানার-ফেস্টুন খুলে দিয়েছেন। তিনি বলছেন এটি তাঁর ব্যক্তিগত সম্পত্তি। তাই কার সাইন বোর্ড থাকবে সেটা সম্পূর্ণ তাঁর উপরই নির্ভর করছে। তাছাড়া কোন রকম টাকা তিনি নেননি এইসব সাইন বোর্ড এবং হোর্ডিং-এর জন্য। আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার গুসকরা তিন নম্বর ওয়ার্ডে এই পার্টি অফিস উদ্বোধন করেছিলেন। নিত্যানন্দবাবুর উদ্যোগেই কার্যালয় খোলা হয়েছিল। তিনি এখান থেকেই দলীয় কাজকর্ম চালাতেন। কিন্তু সদ্য লোকসভা ভোটের ফল বের হয়েছে, তারপরেই দলের পতাকা, প্রতীক থেকে শুরু করে সমস্ত সাইনবোর্ড খুলে নেওয়া হলো।

বিধায়কের দাবি, আলাদা করে এই কাউন্সিলরকে কোন দায়িত্ব দেওয়া হয়নি। দলের সাথে মিলেমিশে নিজের নিজের ওয়ার্ডে প্রচারের কথাই বলা হয়েছিল।

আরও পড়ুনঃ টাকা দিতে না চাওয়ায় দলীয় কার্যালয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তবে ব্যক্তিগত সম্পত্তি হলেও দলীয় প্রতীক এবং সাইনবোর্ড খুলে, নেতা আসলে অসম্মান করেছেন তাঁর দলকে – এমনটা মনে করছেন দলের একাংশ। দলের প্রতি অভিমান জমেছে, তাহলে কি তিনি দল ছাড়তে পারেন? সে প্রশ্নে অবশ্য নিত্যানন্দবাবু বলছেন, যোগ্য সম্মান না দিলেও অন্য কোথাও যাব না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here