দিনে দুপুরে চলল গুলি, আহত রায়গঞ্জ পুরসভার তৃনমূল কাউন্সিলর

0
65

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জঃ

করোনার লকডাউনে মানুষ যখন গৃহবন্দি তখন রায়গঞ্জ পুরসভার শাসক দলের কাউন্সিলর গুলিবিদ্ধ। ঘটনাটা ঘটেছে সোমবার দুপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আচমকাই রায়গঞ্জের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর তপন দাসকে গুলি করে দুষ্কৃতীকারীরা।

councilor | newsfront.co
ফাইল চিত্র

স্থানীয় বাসিন্দারাই দ্রুত গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহত কাউন্সিলরের চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কান্তনগর এলাকায়।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সংযত হয়ে কথা বলা উচিত, একই সুর কংগ্রেস-তৃনমূলের

গুলিবিদ্ধ ওই কাউন্সিলরের নাম তপন দাস, বাড়ি রায়গঞ্জ শহরের তেলিপাড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দর শ্মশান কলোনি, বীরনগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তপন দাস এদিন সকালে রায়গঞ্জের কান্তনগর এলাকায় লকডাউনে এলাকার মানুষের খোঁজখববর করতে গিয়েছিলেন। সেই সময় একটি বাইকে করে দুস্কৃতীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

জানা গেছে কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালালে তপনবাবুর পাশ দিয়ে গুলিটি চলে যায়। অভিযোগ দূস্কৃতীরা পরে দ্বিতীয় গুলি বুকের নিচে লক্ষ্য করে চালায়। গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যান কাউন্সিলর। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে তদন্তে যায় উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, অ্যাডিশনাল এসপি নিকিতা ফোনিং, রায়গঞ্জ এসপি আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী।

জেলা শাসক অরবিন্দ কুমার জানান, কাউন্সিলর তপন দাসকে গুলি করার ঘটনা শোনার পরে পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here