এগরায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

0
64

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

 

এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এগরা ত্রিকোণ পার্কে ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল। তৃণমূল সূত্রের খবর, এ দিন কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করা হয়। পাশাপাশি তৃণমূলের তরফে নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানানো হয়েছে।

demonstration| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃনাগরিকত্ব(সংশোধনী) আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে উদয়ন

উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, এগরার বিধায়ক সমরেশ দাস, এগরার পুরপ্রধান শঙ্কর বেরা, এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহু, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, এগরা-১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক প্রভুপদ দাস, ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী রেখা প্রধান, জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশাল, পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, দলের ব্লক যুব তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, ব্লকের মহিলা সভানেত্রী আরতি মুন্ডা,  সংখ্যালঘু নেতা মির্জা নাসের হোসেন বেগ ও আপতার খান এবং আইজাদ হোসেন প্রমুখ। এ দিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here