কোচবিহারে জনতা কিচেন খুলে অভুক্ত মানুষকে খাওয়াচ্ছে তৃণমূল

0
40

মনিরুল হক, কোচবিহারঃ 

টানা ১০ দিন ধরে জনতা কিচেন খুলে অভুক্ত মানুষদের খাইয়ে চলেছেন কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা।

tmc distrabute food | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, লকডাউনের প্রথম দিন থেকে ১০০ পরিবারকে প্রতিদিন শিশু খাদ্য হিসেবে তুলে দিচ্ছেন গরুর দুধ। আজ দলীয় কর্মীদের ওই জনতা কিচেনের কথা জানতে পেরে খোদ কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ।

tmc distribute food to unconsumed in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

কোচবিহার পুরসভার প্রয়াত চেয়ারম্যান বীরেন কুন্ডুর পুত্র তথা কাউন্সিলর শুভজিৎ কুন্ডু ও তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক সম্রাট মুখার্জী সহ ওই এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ওই জনতা কিচেন সামলে আসছেন। তারা জানান, প্রতিদিন ৪ থেকে ৫ শতাধিক মানুষ এই জনতা কিচেনে এসে রান্না করা খাবার সংগ্রহ করেন। দিন দিন এই সংখ্যা বেড়েই চলছে।

আরও পড়ুনঃ লকডাউনে ভিডিও কলে চার হাত এক হলো

বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, “এখানে এতদিন ধরে আমাদের দলের ছেলেরা এত অভুক্ত মানুষের খাবার সরবরাহ করে যাচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। এদের দেখে দলের অন্যান্য এলাকার কর্মীরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করছি।”

শুভজিৎ বাবু বলেন, “শুধু ১১ নম্বর ওয়ার্ড নয়, আশেপাশের বহু এলাকার মানুষ আসছেন, খবর পেয়ে বাইরে থেকেও অভুক্ত মানুষ আসছেন। আমরা কুপনের মাধ্যমে সকলকে খাবার দিয়ে যাচ্ছি। টানা ১০ দিন ধরে চলছে। শেষ অবধি মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here