নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক। শেখর দাস গুপ্তকে করা হল প্রার্থী। বালুরঘাটের বিশিষ্ট আইনজীবী শেখর বাবু জেলার একজন ক্রীড়াবিদও। কংগ্রেসের হয়ে ১৯৮২ সালে কুমারগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে সিপিএম -এর প্রার্থীর কাছে সাত হাজার ভোটে হেরে যান। তারপর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেন।
১৯৬৭ সালে বালুরঘাট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে উনি বালুরঘাট কলেজে ভর্তি হন। স্নাতক পাশ করে কলকাতায় এলএলবি পড়তে যান। বাবাও ছিলেন একজন কংগ্রেসের নেতা ও জেলার বিশিষ্ট আইনজীবী।
এদিকে এবার জেলার ৬ টি আসনে তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা হলে দেখা যায়। দলনেত্রী তিনটি আসনে দলের আগের তিন প্রার্থীকে দাঁড় করালেও অন্য তিনটি আসনে নতুন মুখ নিয়ে এসেছেন। সব চেয়ে বড় কথা, গতবারের জেতা আসনের বিধায়ক বাচ্চু হাসদার জায়গায় তপনের পঞ্চায়েত সমিতির কল্পনা কিসকুকে যেমন মনোনয়ন দিয়েছেন। তেমনি কুশুমন্ডী আসনে নতুন মুখ রেখা রায়কে নিয়ে এসেছেন। এছাড়াও শেখর বাবুকে বালুরঘাট আসন থেকে দাঁড় করিয়েছেন।
আরও পড়ুনঃ প্রার্থী তালিকা প্রকাশের পরই দেওয়াল লিখন শুরু মেদিনীপুরে
অপরদিকে জেলার গঙ্গারামপুর আসনে গৌতম দাস, কুমারগঞ্জ আসনে তোরাফ হোসেন মন্ডল ও হরিরামপুর আসনে বিপ্লব মিত্রকে প্রার্থী করেছেন দলনেত্রী। এর মধ্যে গৌতম বাবু ও তোরাফ হোসেন মন্ডল গতবার ওই দুটি আসন থেকে জিতেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584