নিজস্ব প্রতিবেদক ,নদীয়াঃনির্বাচনের আগেই নদিয়ার ১৬টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পেরোনোর পর পাওয়া তথ্য অনুযায়ী দেখা গেছে, নদিয়ার সিংহভাগ আসনে বিরোধী প্রার্থী নেই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ক্ষেত্রে সবথেকে এগিয়ে চাপড়া ব্লক। এই ব্লকের ১৩টি পঞ্চায়েতের মধ্যে ছ’টিতে (হাতিশালা ১, হাতিশালা ২, আলফা, হাটখোলা, হৃদয়পুর, চাপড়া ২) পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল। এছাড়া নবগঠিত কল্যাণী ব্লকের সাতটি পঞ্চায়েতের মধ্যে দু’টি (চাদুরিয়া ২, কাঁচড়াপাড়া), হাঁসখালি ব্লকের ১৩টি পঞ্চায়েতের মধ্যে দু’টি (বেতনা গোবিন্দপুর, বগুলা ২), হরিণঘাটা ব্লকের আটটি পঞ্চায়েতের মধ্যে দু’টি (কাষ্ঠডাঙা ২, মোল্লাবেলিয়া) দখল করেছে তৃণমূল। চাকদা ব্লকের চাদুরিয়া ১, নাকাশিপাড়া ব্লকের হরনগর, করিমপুর ২ ব্লকের নারায়ণপুর, রানাঘাট ২ ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তারা।
নদিয়ার ১৮৫টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩ হাজার ২০৯টি। এর মধ্যে ৩০২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। চাপড়া ব্লকের ২২০টি আসনের মধ্যে ৯২টিতে, হরিণঘাটা ব্লকের ১৩৯টি আসনের মধ্যে ৫২টিতে, কল্যাণী ব্লকের ১১৩টি আসনের মধ্যে ৩১টিতে, চাকদা ব্লকের ১৯৪টি আসনের মধ্যে ৩১টিতে, হাঁসখালি ব্লকের ২৩২টি আসনের মধ্যে ৪০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তারা। জেলার ১৮টি পঞ্চায়েত সমিতির মোট আসন ৫৪১টি। সেখানে ৩০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। হরিণঘাটা ব্লকের ২৪টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসকদল তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584