নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০ মার্চ মনোনয়ন পত্র পেশ করেন চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। মনোনয়ন পত্র পেশের আগে তিনি চণ্ডী মন্দিরে পুজো দেন এবং রোড শো করেন। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু হঠাতই সমালোচনার মুখে পড়তে হল তাঁকে।
নির্বাচন কমিশনের আধিকারিকগণ অভিনেতা-প্রার্থীর সঙ্গে সেলফি তুলতে আগ্রহী হয়ে পড়েন। আর তাতেই দানা বাঁধে বিতর্ক। তবে, বিতর্ক শুধু যশকে কেন্দ্রে রেখে নয়। বিতর্ক নির্বাচন কমিশনের আধিকারিকদের কেন্দ্রে রেখেও।
আরও পড়ুনঃ শ্রোতার ভূমিকায় লোপামুদ্রা, রূপঙ্কর, রাঘব, সিধু, মনোময়
অভিনেতা-প্রার্থীর সঙ্গে কমিশনের এহেন সেলফি তোলার ঘটনাকে পক্ষপাতিত্ব বলে মনে করছেন তৃণমূলের একাংশ। এমনকী নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল। এরপর পাঁচজন আধিকারিককে সরানো হয় দায়িত্ব থেকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584